ঢাকাঃ দুবাইয়ের অ্যারাবিয়ান ট্রাভেল মার্কেটের (এটিএম) দর্শনার্থীরা বিশ্বের প্রথম দ্বিতীয় প্রজন্মের এআই-চালিত বিমানবালার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেতে যাচ্ছেন। সামা ২.০ নামের কাতার এয়ারওয়েজের এ বিমানবালা দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।
আগামী ৬ থেকে ৯ মে দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বার্ষিক প্রদর্শনীতে কাতার এয়ারওয়েজের প্যাভিলিয়নে থাকবে এ ডিজিটাল মানব বিমানবালা। এটি ভ্রমণকারীদের কিউরেটেড ভ্রমণ অভিজ্ঞতা ডিজাইন করতে সাহায্য করবে। সেইসঙ্গে পরের সপ্তাহে বিভিন্ন ইভেন্টের প্রশ্ন, গন্তব্য, সহায়তা টিপস এবং আরও অনেক বিষয়ে জবাব দেবে সে।
কাতার এয়ারওয়েজের গ্রাহকরা এয়ারলাইনের ডিজিটাল প্ল্যাটফর্ম কিউভিইআরএসই বা এর অ্যাপের মাধ্যমেও সামা ২.০ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন।
‘আকাশ’-এর আরবি শব্দের নামানুসারে, কৃত্রিম বিমানবালার নামকরণ করা হয় সামা। চলতি বছরের মার্চে আইটিবি বার্লিনে কাতার এয়ারওয়েজ স্ট্যান্ডে আত্মপ্রকাশ হয় সামার। ইউএনইইকিউ-এর সহযোগিতায় এআই চালিত এ ডিজিটাল বিমানবালা তৈরি করা হয়। কাতার এয়ারওয়েজই প্রথম এয়ারলাইন কোম্পানি যারা এআই বিমানবালা নিয়ে এসেছে।-খালিজ টাইমস
শিক্ষাবার্তা ডটকম /এএইচএম/৩০/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.