কিশোরগঞ্জঃ জেলার পাকুন্দিয়ায় সন্ত্রাসী হামলায় শরীফ খান (২৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) রাত আড়াইটার দিকে জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যে পাঁচজনকে আটক করেছে।
নিহত শরীফ উপজেলার কুশাকান্দা গ্রামের হুসেন মিয়ার ছেলে এবং গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, রাত ১টার দিকে উপজেলার পোড়াবাড়িয়া এলাকায় একটি কনসার্টে তিনি সন্ত্রাসীদের হামলার শিকার হন। এ সময় তাঁর বন্ধু একই এলাকার রিটন ও আজাদ গুরুতর আহত হন। রিটন পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আজাদ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয়দের থেকে জানা যায়, উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এক কনসার্টের আয়োজন করে এলাকাবাসী।
শরীফ তাঁর দুই বন্ধুকে নিয়ে সেখানে যান। রাত ১টার দিকে সেখানে লোডশেডিং হলে দর্শক-শ্রোতারা হৈচৈ করতে থাকে। এ সময় ওই এলাকার কিছু সন্ত্রাসী লাঠি ও ছুরি নিয়ে হামলা চালালে শরীফসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী জড়িতদের দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
শিক্ষাবার্তা ডটকম/এইচএম/২৬/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.