রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪

রাজশাহীঃ  রাজশাহীর ভয়াবহ তাপপ্রবাহের কোনো উন্নতিই হচ্ছে না। বরং প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা।

শুক্রবার (২৬ এপ্রিল) এখানকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে বৃহস্পতিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

প্রচণ্ড খরায় দুর্বিষহ জীবন কাটছে মানুষসহ প্রাণিকূলের। রাস্তায় লোক-চলাচল কমে গেছে। সকালে সূর্য উঠছে প্রখরতা নিয়ে। সারাদিনই তা বজায় থাকছে। দুপুরের দিকে রাস্তায় লোক-চলাচল একেবারেই কমে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষ নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছে।

এদিকে, বৃষ্টির জন্য রাজশাহীতে শুক্রবারও বিশেষ নামাজ পড়েছেন স্থানীয়রা। শুক্রবার সকাল সাড়ে ৮টায় নগরীর তেরখাদিয়া শহীদ কামরুজ্জামান স্টেডিয়াম প্রাঙ্গণে এই নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মোনাজাতের মাধ্যমে নিজের পাপ শিকার করে আল্লাহর দরবারে বৃষ্টি চেয়ে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। গতকালও একই জায়গায় ইসতেসকার নামাজ আদায় করেন স্থানীয়রা।

শিক্ষাবার্তা ডটকম/এইচএম/২৬/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

ঋণের সুদহার আরো বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। …