শিক্ষায় বাজেট কমানোর প্রতিবাদে আর্জেন্টিনায় বিশাল বিক্ষোভ

ঢাকাঃ  আর্জেন্টিনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাজেট কমানোর প্রতিবাদে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। সরকারের এই ব্যয় সংকোচন নীতির প্রতিবাদ জানাতে মঙ্গলবার (২৩ এপ্রিল) দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের সড়কে নেমে আসেন তারা। ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট জাভিয়ের মিলের গৃহীত কঠোর ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে এবারই সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। খবর রয়টার্সের।

বুয়েন্স আয়ার্সের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন পেড্রো পাম। তার বয়স এখন ৮২ বছর। এরপরও পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাজেট কমানোর প্রতিবাদে শামিল হতে এসেছেন তিনি। পেড্রো পাম বলেন, আমি এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় রক্ষা করতে এসেছি।

জীববিজ্ঞান ও জেনেটিক্স বিভাগের শিক্ষক ইভান মাসারি বলেছেন, বিনামূল্যে শিক্ষাকে রক্ষা করতে হবে। কারণ সমাজে সমতা প্রতিষ্ঠা এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করার সর্বোত্তম উপায় এটি।

আর্জেন্টিনায় মূল্যস্ফীতি বর্তমানে অনেক বেশি। কিন্তু গত বছরের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়কে একই পরিমাণ বাজেট দিয়েছে সরকার। এতে বরাদ্দকৃত বাজেটের প্রকৃত মূল্য ৮০ শতাংশ কমে গেছে। এমন পরিস্থিতি বুয়েন্স আয়ার্স বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্ডো গেলপি সতর্ক করে বলেছেন, বাড়তি অর্থ বরাদ্দ না দিলে তিন মাসের মধ্যে তাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেতে পারে।

দেশের পাবলিক সেক্টরে ব্যাপক কাটছাঁট করে অর্থনীতি নিয়ন্ত্রণে আনার প্রতিশ্রুতি দিয়ে গত বছর ক্ষমতায় আসেন জাভিয়ের মিলে। বিভিন্ন ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে বাজেট ঘাটতি এড়ানো গেলেও দেশটির সরকারি খাত মুখ থুবড়ে পড়ে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম

ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন। ১৫ …