রমেশ চন্দ্র সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ রাজারহাটে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
২৪ এপ্রিল (বুধবার) সকাল ১১ ঘটিকায় নাজিমখান ইউনিয়নের দোয়ার ফাঁস নামক স্থানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
নাজিমখান ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোনালুর কুটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর অবঃ প্রাপ্ত সহঃ সিনিয়র শিক্ষক মহেশ চন্দ্র রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাজিপাড়া জামে মসজিদের পেশ ইমাম মোঃ মাহাবুবার রহমান, ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা আসনের মোছাঃ জাহানারা বেগম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর সাইদুল ইসলাম ও আপেল মাহমুদ।
বক্তারা – বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.