নিজস্ব প্রতিবেদক।।
মোবাইলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ডাটার নানা ধরণের প্যাকেজ রয়েছে। এসব প্যাকেজে কোনো মেয়াদ চান না ৯৮ শতাংশ মানুষ। কালবেলার ওয়েবসাইটে এক মতামত জরিপে এমন ফলাফল উঠে এসেছে। (মতামত জরিপের লিংক)
মোবাইলে ডাটার মেয়াদ থাকা উচিত কি না তা নিয়ে গত রোববার (২১ এপ্রিল) থেকে একটি মতামত জরিপ শুরু করে কালবেলা অনলাইন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর তিনটা পর্যন্ত প্রায় ৬৮ হাজার মানুষ মতামত দেন।
কালবেলার মতামত জরিপে বলা হয়, মোবাইলে ইন্টারনেট ডাটার প্যাকেজ নিয়ে জরিপ করছে বিটিআরসি। কিন্তু অনেকেই ডাটার মেয়াদ প্রত্যাহার করার পক্ষে। আপনি কী মনে করেন? এই প্রশ্নের দুটি উত্তর রাখা হয়। প্রথমটি, ডাটা প্যাকেজের মেয়াদ থাকা উচিত্? দ্বিতীয়টি, ডাটা প্যাকেজের মেয়াদ থাকা উচিত্ না। এখানে দ্বিতীয় উত্তরে সমর্থন করেছেন ৯৭ দশমকি ৬৬ শতাংশের বেশি মানুষ। আর ডাটা প্যাকেজের মেয়াদ থাকার পক্ষে মতামত দিয়েছেন ২ দশমিক ৩৪ শতাংশ মানুষ।
এদিকে মোবাইলে ইন্টারনেটের প্যাকেজে ডাটার মেয়াদ নিয়ে জরিপ করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। গত শনিবার (২০ এপ্রিল) থেকে বিটিআরসি এই জরিপ শুরু করে। জরিপে মতামত দেওয়ার জন্য বিটিআরসি থেকে চারটি মতামত রাখা হয়েছে। এর যেকোনো একটি বাছাই করতে হবে।
মোবাইল অপারেটরসমূহের ডাটা প্যাকেজ সংক্রান্ত বিষয়ে গ্রাহকদের মতামত জরিপ শিরোনামে চালু হওয়া বিটিআরসির জরিপে বলা হয়েছে, বিটিআরসি কর্তৃক গত অক্টোবর ২০২৩ এ মোবাইল ফোন অপারেটরসমূহের ডাটা এবং ডাটা সংশ্লিষ্ট প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা-২০২৩ প্রণয়ন করা হয়েছে। যেখানে ডাটা প্যাকেজের মেয়াদ যথাক্রমে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড নির্ধারণ করা হয়েছে। মোবাইল অপারেটর বিভিন্ন মেয়াদের ডাটা প্যাকেজের বিষয়ে মতামত গ্রহণের জন্য গ্রাহকদের জনমত গ্রহণ করা প্রয়োজন। জনমত জরিপে অংশ নিতে একটি গুগল ফর্ম চালু করা হয়েছে।
ডাটা প্যাকেজের মেয়াদকাল কিরূপ হওয়া উচিত্ এমন মতামতের ক্ষেত্রে বিটিআরসি থেকে চারটি উত্তর রাখা হয়েছে। এর একটি পছন্দ করতে হবে। সেগুলো হলো- এক. ৭ দিন, ৩০ দিন ও আনলিমিডেট, দুই. ৩ দিন, ৭ দিন, ৩০ দিন ও আনলিমিডেট, তিন. ৩ দিন, ৭ দিন, ১৫ দিন, ৩০ দিন ও আনলিমিডেট এবং চার নম্বরে বলা হয়েছে অন্যান্য যদি থাকে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/2৩/০৪/২০২৪