নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. নাসির উদ্দিন। তিনি বর্তমানে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কর্মরত আছেন।
সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১) উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।
এতে বলা হয়, বদলি ও পদায়নকৃত কর্মকর্তা আগামী ৩০ মার্চ ২০২৪ তারিখের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২ মে ২০২৪ তারিখ তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.