Breaking News

শিক্ষা ক্যাডারের ২৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ২৫  কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে বদলি পূর্বক পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পদায়ন করা ২৫ কর্মকর্তার মধ্যে প্রভাষক ১০ জন এবং সহকারী অধ্যাপক ১৫ জন।

রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছাঃ রেবেকা সুলতানা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই ২৫ কর্মকর্তাকে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৪ এপ্রিল ২০২৪ ইং তারিখের মধ্যে বর্ণিত কর্মকর্তাগণ বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন। বর্ণিত কর্মকর্তাগণ আবশ্যিকভাবে তার পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৪/২০২৪

Check Also

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ঢাকাঃ চলতি বছরে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে …