Breaking News

লোহাগাড়ায় মাদ্রাসা শিক্ষক ও স্ত্রী-বোনকে মারধর, মামলা

চট্টগ্রামঃ জেলার লোহাগাড়ার পুটিবিলায় মাদ্রাসা শিক্ষক ও তার স্ত্রী এবং বোনকে মারধরের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মো. ওসমান গণী (৫১) ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গৌড়স্থান মাঝের পাড়ার মৃত আবদুর রহিমের পুত্র ও গৌড়স্থান আখতারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক। মামলায় ছয়জনকে এজাহারভুক্ত ও চার–পাঁচ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সাথে দীর্ঘদিন যাবত পৈতৃক সম্পত্তি ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ১৭ এপ্রিল রাতে মাদ্রাসা শিক্ষক ওসমান গণি গ্রাম্য চায়ের দোকানে চা পান করতে যান। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে ইউনিয়নের মাঝের পাড়ার এক মুদির দোকানের সামনে গতিরোধ করে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে তাকে আঘাত করে। তার চিৎকারে স্ত্রী জোসনা আক্তার রুবি (৪৫) ও বোন কমরুন্নাহার (৩২) এগিয়ে আসলে তাদেরকেও রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষকদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের আর্থিক অনুদানের সরকারি ‍অংশের চেক ছাড় …