ঝিকরগাছায় শিমুল তুলা পাড়তে গিয়ে প্রাণ গেল সহকারী শিক্ষকের

যশোরঃ জেলার ঝিকরগাছা উপজেলায় শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে শিমুল তুলা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মাদরাসা শিক্ষক আব্দুস সামাদের (৫৬) মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই জানান, এ দিন দুপুরে তুলা পাড়তে সামাদ শিমুল গাছে ওঠেন। এ সময় গাছ থেকে পড়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত আব্দুস সামাদ (৫৬) সাগরপুর গ্রামের মৃত কিয়ামদ্দীন বিশ্বাসের ছেলে। তিনি ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ঝিকরগাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই মেয়াদে ইউপি সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মহিবুল্লাহ শোক জানিয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের নামানুসারে ‘জামিয়া শহীদ আবু সাঈদ’ …