বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে কলেজছাত্রী

সিরাজগঞ্জঃ জেলার তাড়াশে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের (২৫) বাড়িতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী।  রবিবার সকালে উপজেলার তালম ইউনিয়নে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন তিনি।

এদিকে এই তরুণী বাড়িতে আসার পর তাঁর প্রেমিকসহ ওই পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

ওই তরুণী বলেন, প্রায় চার বছর ধরে তাঁদের মধ্যে প্রেম চলছে। ইতিমধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছেলে তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। আজ রোববার তাঁকে বিয়ে করার আশ্বাস দিয়ে ছেলে বাড়ি থেকে পালিয়ে যান। তবে বিয়ে না হওয়া পর্যন্ত তিনি অনশন করে যাবেন।

তরুণীর প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়ে যাওয়ায় তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

পূজায় অঞ্জলি দিতে গিয়ে নৌকাডুবি, শিশুসহ নি-হ-ত ২

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দায় পূজায় অঞ্জলি দিতে যাওয়ার পথে নৌকা ডুবে শিশুসহ একই পরিবারের দুই জনের …