ঢাকাঃ সাংগ্রাইং শোভাযাত্রা ও জলকেলি উৎসবের মাধ্যমে খাগড়াছড়িতে উদযাপিত হচ্ছে মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব। বর্ণিল আয়োজনে উৎসবে মাতোয়ারা মারমারা। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের উৎসব সাংগ্রাই শুরু হয়েছে।
রোববার সকলে মারমা উন্নয়ন সংসদ মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে মারমা সম্প্রদায়ের এ উৎসব শুরু হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
নিজেদের ঐতিহ্যবাহী নৃত্য ও গান পরিবেশন করে মারমা শিল্পীরা। পুরাতন বছরের গ্লানি দুঃখ মুছে যাবে সাংগ্রাই মৈত্রীর জলে এমন বিশ্বাস থেকে পানি খেলায় মেতে উঠে মারমারা। এ সময় তরুণতরুণী, যুবক ও যুবতীরা সামনের দিনগুলোতে অনাবিল সুখ আর শান্তি কামনায় পানি খেলায় অংশ নেয় ।উৎসবে বাঁধভাঙা মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা।
উৎসবে অংশ নেয়া মারমা ভাষার কবি চিংলামং চৌধুরী বলেন, ‘রি -আকাজা বা জলকেলির মাধ্যমে প্রতীকে ভাবে আমরা বোঝানোর চেষ্টা করি পুরনো বছরের দুঃখ গ্লানি বেদনা ভুল নতুন কিছুর প্রত্যাশা করি।’
উৎসব দেখতে আসে পর্যটকরাও। উৎসব দেখে মুগ্ধ তারা। ঢাকা থেকে আসা পর্যটক মাহফুজা মতিন বলেন, ‘আমরা আগে এ ধরনের উৎসব টেলিভিশনে দেখেছি। এখন সরাসরি দেখতে আসলাম॥ এখানকার আয়োজন দেখে খুব ভালো লাগল।’
উৎসবের রঙ পুরো পাহাড়ে ছড়িয়ে দিতে পুরো শহরে ঘরে সাংগ্রাই শোভাযাত্রা। উৎসবের মধ্য দিয়ে শান্তি ও সম্প্রীতির বন্ধনআরো সুদৃঢ় হবে আশা আয়োজকদের। মারমা উন্নয়ন সংসদ সহ-সভাপতি ক্যাজরী মারমা জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের পরিচয় বিশ্বের কাছে তুলে ধরতে চাই।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ‘সকল জাতি গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি যেন অক্ষুণ থাকে। এধরণের উৎসব পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করবে।’
মারমাদের এই উৎসব চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.