ঢাকাঃ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বাঙালির সংস্কৃতিকে আঘাত করতে চায় সাম্প্রদায়িক শক্তি। তবে আমাদের সংস্কৃতির বিনাশ করতে পারবে না সাম্প্রদায়িক শক্তি। আমরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান গেয়ে গেয়ে আমাদের সংস্কৃতিকে নিয়ে সামনে এগিয়ে যাব।
রবিবার (১৪ এপ্রিল) সকালে চারুকলার আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ছাত্রলীগ সভাপতি বলেন, যখনই বাঙালির ঢল নামে তখনই এই সাম্প্রদায়িক শক্তি ভয় পেয়ে অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানিতে মত্ত হয়ে বাঙালির সংস্কৃতিতে ছেদ ঘটাতে চায়। আইয়ুব খানরাও পারেনি এরাও পারবে না।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.