রবীন্দ্র-নজরুল গান গাইতে গাইতে আমরা এগিয়ে যাব: সাদ্দাম

ঢাকাঃ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বাঙালির সংস্কৃতিকে আঘাত করতে চায় সাম্প্রদায়িক শক্তি। তবে আমাদের সংস্কৃতির বিনাশ করতে পারবে না সাম্প্রদায়িক শক্তি। আমরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান গেয়ে গেয়ে আমাদের সংস্কৃতিকে নিয়ে সামনে এগিয়ে যাব।

রবিবার (১৪ এপ্রিল) সকালে চারুকলার আয়োজনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

ছাত্রলীগ সভাপতি বলেন, যখনই বাঙালির ঢল নামে তখনই এই সাম্প্রদায়িক শক্তি ভয় পেয়ে অপপ্রচার ও সাম্প্রদায়িক উস্কানিতে মত্ত হয়ে বাঙালির সংস্কৃতিতে ছেদ ঘটাতে চায়। আইয়ুব খানরাও পারেনি এরাও পারবে না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৪/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

ঋণের সুদহার আরো বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশে উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। …