নিজস্ব প্রতিবেদক।।
সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু হয়েছে। দুজনের ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে।
ঘটনাটি শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় ঘটেছে।
নিহতরা হলেন- জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন এবং মিলনের আশঙ্কাজনক অবস্থা হওয়ায় দ্রুত সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। পরে রাত ৩টার দিকে সেখানে তিনিও মারা যান।
লাশগুলোর ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষাবার্তা ডটকম/জামান/১৩/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.