Breaking News

৩৩ ম্যাচ পর যে হার লিভারপুলের

নিজস্ব প্রতিবেদক।।

লিভারপুলের ইউরোপ অভিযান শেষের পথে। ঘরের মাঠে গতকাল রাতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ০-৩ গোলে হেরে গেছে তারা আতালান্তার কাছে। পরের লেগে এই গোল ব্যবধান ঘুচিয়ে আতালান্তার মাঠে ঘুরে দাঁড়ানো কঠিনই অল রেডদের জন্য।

জিয়ানলুকা স্কামাক্কার জোড়া লক্ষ্যভেদে ঘরের মাঠে লিভারপুলের এই হার ৩৩ ম্যাচ পর, সময়ের হিসাবে প্রায় ১৪ মাস।

সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে অ্যানফিল্ডে ২-৫ গোলে হেরেছিল তারা রিয়াল মাদ্রিদের কাছে। এবারের হারটিই অ্যান ফিল্ডে ইয়ুর্গেন ক্লপের শেষ ইউরোপিয়ান ম্যাচ হতে যাচ্ছে।

ম্যান ইউর সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচ থেকে ৬ পরিবর্তন নিয়ে এদিন মাঠে নেমেছিলেন ক্লপ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ভুগতে হয়েছে।

অন্যদিকে ওয়েস্টহামে খেলে যাওয়া ইতালিয়ান ফরোয়ার্ড স্কামাক্কার গোলে বিরতির আগেই এগিয়ে যায় আতালান্তা।

বিরতির পর মোহামেদ সালাহ, লুইস দিয়াসদের মাঠে আনলেও ক্লপের ভাগ্য ফেরেনি। উল্টো স্কামাক্কার দ্বিতীয় গোলে ব্যবধান বাড়িয়ে নেয় আতালান্তা। পরে ক্রোয়াট মারিয়ো পাসালিচ শেষ পেরেক ঠুঁকে দিয়েছেন অল রেডদের কফিনে।

শিক্ষাবার্তা ডটকম/জামান/১২/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

আপনি দেশের জন্য কী করছেন: কোটা ইস্যুতে নিশ্চুপ সাকিবের প্রশ্ন

ঢাকা: ‘আপনি দেশের জন্য কী করছেন?’ এমন একটি প্রশ্ন এখন ক্রিকেট পাড়ায় ‘টক অব দ্য …