নোয়াখালীঃ জেলার দ্বীপ উপজেলা হাতিয়ায় কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি ও গাছপালা।
রবিবার দুপুর ১২টার দিকে কালবৈশাখি ঝড়টি আঘাত হানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জেলার বিভিন্ন স্থানে হঠাৎ করে তীব্র বাতাস ও বজ্রপাতসহ কালবৈশাখি ঝড় আঘাত হানে উপকূলীয় জেলা হাতিয়ায়। ঝড়ে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মানিক বাজারের সোনাদিয়া মডেল নুরানি মাদরাসার টিনশেড একটি ঘর উড়ে যায়। এছাড়া হাতিয়া ডিগ্রি কলেজের টিনশেডের একটি ভবন বিধ্বস্ত হয়। তীব্র বাতাসে জেলার বেশ কিছু এলাকায় গাছপালা ভেঙে পড়েছে।
সোনাদিয়া মডেল নুরানি মাদরাসার সভাপতি আবুল হাসেম জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমাদের মাদরাসাটির কার্যক্রম শুরু হয়েছে। এখানে ১২০জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। আজ হঠাৎ ঝড়ে আমাদের পুরো ভবন উড়ে গেছে। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আবার সবাই মিলে চেষ্টা করে ভবনটি নির্মাণের কাজ শুরু করতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরফুদ্দিন বলেন, ঝড়ে কলেজের টিনশেড ভবনটি বিধ্বস্ত হয়েছে। এ ভবনে ৪টি শ্রেণিকক্ষ ছিল, যেখানে পাঠদান কার্যক্রম চালানো হতো।
সোনাদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান জানান, কালবৈশাখি ঝড়ে সোনাদিয়া ইউনিয়নের একটি মাদরাসাসহ কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.