নিউজ ডেস্ক।।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত আগামী ১১ এপ্রিল সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (টানেলের নিচে) ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, অন্যান্য হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ মুসল্লিরা জামাতে অংশ নেবেন।
উল্লেখ্য, এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.