ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলীর পরিবারের নামে প্রতিষ্ঠিত লুৎফর রহমান ফাউন্ডেশন উদ্যোগে ১৫০ জন ইমাম ও শিক্ষকদের ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও ইমামদের সাথে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক, মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মিছবা উদ্দিন প্রমুখ।
এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মরত ইমাম ও শিক্ষকদের লুৎফর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মিছবা উদ্দিন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.