হেরোইন সেবনকালে ধরা দুই শিক্ষার্থী

নিউজ ডেস্ক।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে হেরোইন সেবনকালে হল কর্তৃপক্ষের কাছে হাতেনাতে ধরা পড়েছেন দুই শিক্ষার্থী। গতকাল (১ এপ্রিল) সংশ্লিষ্ট হলের প্রভোস্ট অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় জড়িতরা হলেন- বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী বশির আনজুম অর্ণব এবং চারুকলা বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া রিফাত। তারা দুজনই বিশ^বিদ্যালয়ের ৫০ ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী।

এ বিষয়ে অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, গত শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, হলের বি ব্লকের ১৩৫ নম্বর কক্ষে হেরোইন সেবন চলছে। তখন হলের আবাসিক শিক্ষকদের নিয়ে অভিযান চালালে দুই শিক্ষার্থী হাতেনাতে ধরা পড়ে। প্রাথমিকভাবে তাদের একজন হেরোইন সেবনের কথা স্বীকার করেছে। ডোপ টেস্টের জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে পরদিন তাদের পরীক্ষা থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ^বিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, অভিযুক্ত অর্ণব এর আগে বহিরাগত এক যুবককে অপহরণ করে ছিনতাইকালে দেশি অস্ত্রসহ বিশ^বিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের হাতে আটক হন। এ ঘটনায় তাকে বহিরাগত এক সহযোগীসহ আশুলিয়া থানাপুলিশ আটক করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Check Also

পদত্যাগ করলেন সচিব খুরশেদ আলম

ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম পদত্যাগ করেছেন। ১৫ …