নিজস্ব প্রতিবেদক।।
কোচিং সেন্টারের শ্রেণিকক্ষে স্কুলছাত্রকে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।
সোমবার (১ এপ্রিল) সামাজিক মাধ্যম ফেসবুকে সিফাত ইসলামিক টিভি নামে এক পেজে ছাত্র পেটানোর ভিডিওটি ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত শিক্ষক কোচিং সেন্টারের কম্পিউটার শ্রেণিকক্ষে সেই ছাত্রকে প্রথমে একটি লাঠি দিয়ে পেটানো শুরু করে, পরে হাত দিয়ে নির্মমভাবে পেটাতে থাকে। নির্যাতিত ছাত্রটি বারবার ক্ষমা চাচ্ছে, কিন্তু তাতেও সেই শিক্ষকের মন গলেনি। শিক্ষকের এমন ব্যবহারে শ্রেণিকক্ষের অন্যান্য ছাত্রদের মধ্যেও ভীতি সৃষ্টি হতে দেখা যায় ভাইরাল ভিডিওতে।
ওই ভিডিও ভাইরালের পরপরই কমেন্টে সমালোচনার ঝড় ওঠে এবং ওই শিক্ষকের শাস্তি দাবী করেছেন সচেতন মহল।
মো. শাকিল হাসাইন নামে এক ফেসবুক আইডি ওই ভিডিওর কমেন্ট সেকশনে ওই শিক্ষকের বিরুদ্ধে বিচার দাবি করেছেন। আবদুল মোমেন নামে আরো একজন বলেছেন, তাকে আইনের আওতায় আনা হোক।
শিক্ষাবার্তা ডট কম/জামান/০২/০৪/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.