Breaking News

শামসুজ্জামানকে বরখাস্ত করল কারিগরি বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট ও মার্কসশিটসহ গ্রেফতার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী একেএম শামসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানের সই করা অফিস আদেশে তার বিরুদ্ধে তাৎক্ষণিক এ ব্যবস্থা নেওয়া হয়।

এতে বলা হয়, জাল সার্টিফিকেট প্রিন্ট ও বিক্রির অভিযোগে রোববার (৩১ মার্চ) দিনগত মধ্যরাতে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী এ কে এম শামসুজ্জামানকে আটক করে ডিবি পুলিশ। এমতাবস্থায় তাকে সরকারি চাকুরির আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। তিনি বরখাস্তকালীন সময়ে বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

এর আগে রাজধানীর আগারগাঁও এবং পীরেরবাগে যৌথ অভিযান পরিচালনা করে শামসুজ্জামানকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৪/২০২৪

Check Also

পরিদর্শনের নামে কারিগরি বোর্ড কর্মকর্তাদের ঘুষ নেওয়ার অভিযোগ

ঢাকাঃ প্রতিষ্ঠান পরিদর্শনের নামে কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘুষ নেন বলে অভিযোগ উঠেছে। কারিগরি বোর্ডের …