নাটোরঃ জেলা শহরের হাফসা ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ মার্চ) রাতে শহরের উত্তর বড়গাছা জোলারবাতা এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নুসরাত জাহান মারিয়া বৈশাখী সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রাকিবুল ইসলামের মেয়ে। তিনি জেলা ব্যাডমিন্টন দলের সদস্য ছিলেন। এ ছাড়া এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুর ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে তার বাসার তৃতীয় তলায় হাফসা ছাত্রী নিবাসের রুমের ভেতরে বৈশাখী নামের এক ছাত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখি।
ওসি আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় ওই কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ঘটনাটি আত্মহত্যা।
মিজানুর রহমান বলেন, তার বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে মৌসুমীর সঙ্গে তার বাবার কথা হয়। সে সময় বাবা কোনো এক কারণে তাকে বকাঝকা করেন। তারপরে বিকেল ৪টা থেকে তার বাবা তাকে ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি। এ থেকে ধারণা করা যায়, বাবার উপরে অভিমান করেই সে আত্মহত্যা করে থাকতে পারে।
নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু বলেন, রাত সাড়ে ১১টার দিকে হাফসা ছাত্রী নিবাসের ছাত্রীরা আমাকে ডেকে নিয়ে যায়। তারা জানায়, বৈশাখীর রুমের দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও সে দরজা খুলছে না। পরে আমি পুলিশকে খবর দেই।
তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৈশাখীর মরদেহ উদ্ধার করে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.