নিজস্ব প্রতিবেদক।।
বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, শাহীন আফ্রিদিকে সরিয়ে আবারও পাকিস্তানের অধিনায়ক করা হচ্ছে বাবর আজমকে। অবশেষে সেটিই সত্যি হলো। পাকিস্তানের সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) দায়িত্ব দেওয়া হয়েছে বাবরকে।
আজ রবিবার বাবরকে ফের অধিনায়ক করার কথা ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখেই নতুন এই অধিনায়কের কথা ঘোষণা করা হলো।
ভারত বিশ্বকাপে চরম ব্যর্থতার পরপরই অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বাবর। শুধু বিশ্বকাপ ব্যর্থতাই নয়, এর আগেও এশিয়া কাপেও ব্যর্থ ছিল পাকিস্তান। সেমিফাইনাল থেকেই নিতে হয়েছে বিদায়।
এর আগে, ২০১৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং ২০২০ সালে টেস্ট দলের দায়িত্ব নেন বাবর। তবে তার অধীনে আইসিসি বা এসিসির কোনো শিরোপাই জিততে পারেনি পাকিস্তান।
বাবরের সরে দাঁড়ানোর পর জাকা আশরাফের নেতৃত্বাধীন পিসিবি শাহীন আফ্রিদিকে সাদা বলের ও শান মাসুদকে লাল বলের দায়িত্ব দেন।
পাকিস্তানের হয়ে এখনো পর্যন্ত ৫২টি টেস্ট, ১১৭ ওয়ানডে ও ১০৯ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপসহ ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি পাকিস্তানকে নেতৃত্ব দেন। তার নেতৃত্বে এই সংস্করণে পাকিস্তান ৪২টি ম্যাচে জয়লাভ করে। হারে ২৩টি ম্যাচে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/৩১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.