কুষ্টিয়াঃ অদম্য আরিফুল ইসলাম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাড়ি নাটোরের লালপুরে। বাবা, দুই ভাই ও দুই বোন মিলে আরিফের পরিবার। তিনি সবার ছোট। বাবা ট্রেনে হকারি করে বাদাম বিক্রি করেন। তিনি লালপুর শ্রী সুন্দরী পাইলট হাই স্কুল থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন। ২০১৬ সালে লালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।
স্কুলজীবন থেকেই ইংরেজি ভাষার প্রতি তার ঝোঁক বেশি। এখন ঢাকার মোহাম্মদপুরে নিজস্ব প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা শেখায়। স্পোকেন ইংলিশে দুর্বলতা থাকাদের জন্য বের করেছেন একটি বইও। ইংরেজি পড়িয়ে বর্তমানে প্রতি মাসে ৫০ হাজারের বেশি টাকা আয় করেন তিনি।
আরিফ জানান, স্কুল জীবন থেকেই ইংরেজি তার ভালো লাগতো। বিশ্ববিদ্যালয়ে এসে সেই বিষয়টি পূর্ণতা পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে ২০১৮ সাল থেকে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শেখান তিনি। সেখানে তিনি অন্যরকম আনন্দ খুঁজে পান।
নিজস্ব প্রতিষ্ঠান ছাড়াও ঢাকার সুনামধন্য অনেক ইংরেজি স্পোকেন প্রতিষ্ঠানে নিয়মতি ক্লাস নেন তিনি। একই সঙ্গে চাকরিজীবীদের ইংরেজি ভাষা সম্পর্কিত বিভিন্ন ট্রেনিং করান তিনি। এ পর্যন্ত তিনি কয়েক হাজার শিক্ষার্থী পড়িয়েছেন। যার মধ্যে ৯০ ভাগই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে সফল। প্রতিষ্ঠানে পড়ানো ছাড়াও আরিফ তার ফেসবুক পেজে নিয়মিত ইংরেজিতে কথা বলা সম্পর্কিত বিভিন্ন ভিডিও বানিয়ে পোস্ট করেন।
বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইংরেজি ভাষা শেখা ও চর্চার বিকল্প নেই। দেশে-বিদেশে উন্নত ক্যারিয়ার গড়তে চাইলে এটি অত্যাবশ্যকীয়। তাই শুধু স্কুল শিক্ষার্থীরাই নয়। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় এমন কী মধ্য বয়স্ক ও প্রবীণ শিক্ষার্থীও আছে তারা। যাদের অধিকাংশই বিদেশে পাড়ি জমাতে ইচ্ছুক। বয়স বেশির কারণে তারা স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছেন না।
তাই বেছে নেন আরিফকে। আর আরিফের এতদিনের পরিশ্রমকে তিনি বেঁধে ফেলেছেন একটি বইয়ে। নিজস্ব অর্থায়নেই আদিব প্রিন্টিং প্রেস থেকে তার বই ছাপা হয়েছে। তিনি বইয়ের মূল্য নির্ধারণ করেছেন ৩৯৯ টাকা। সর্বশেষ ঢাকায় অনুষ্ঠিত বইমেলায় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঐক্যমঞ্চের আয়োজিত বইমেলায় আরিফের বই বেশ সাড়া পেয়েছে।
আরিফ বলেন, বইটি হাজার হাজার শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ শিখতে সাহায্য করছে। যারা স্পোকেন ইংলিশ অতি দুর্বল তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করবে। বইটির বিষয়বস্তু ভিন্ন আকারে সহজ ভাবে উপস্থাপন করায় যে কোন শিক্ষার্থী খুবই সহজে শিখতে পারবে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরিফ বলেন, আমি শেখালে ছাত্র-ছাত্রী খুবই সহজে বুঝতে পারে। তাদের কে মজা করে শেখাতে পারি। তাই মনের অজান্তেই ইংরেজি শেখানোতে ভালবাসা খুঁজে পাই। আমার স্বপ্ন হাজার হাজার বেকারের কর্মসংস্থান করা। এছাড়া একটি এতিমখানা করার ইচ্ছে আছে। এছাড়াও সমগ্র বাংলাদেশে ইংরেজি ভাষা স্বল্প খরচ দরিদ্র ছাত্র-ছাত্রীরা যেন শিখতে পারে সেটিরও সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.