দাখিলের নবম শ্রেণিতেও থাকছে না বিভাগ-বিভাজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছর (শিক্ষাবর্ষ-২০২৪) থেকে দাখিল নবম শ্রেণিতেও বিভাগ বিভাজন থাকছে না। এর ফলে দাখিলের নবম–দশম শ্রেণির শিক্ষার্থীরা একটি বিভাগের আওতায় পড়াশোনা করবে।

গতকাল সোমবার রাতে দাখিল নবম শ্রেণিতে বিভাগ বিভাজন না থাকার বিষয়ে অফিস আদেশ জারি করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এতে স্বাক্ষর করেছেন পরিদর্শক মুহম্মদ হোসাইন।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর মাধ্যমিক স্তরে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন না থাকার বিষয়ে অফিস আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

আগে নবম শ্রেণিতে শিক্ষার্থীরা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পড়াশোনা করত। নতুন শিক্ষাক্রমে নবম–দশম শ্রেণিতে বিভাগের বিভাজন রাখা হয়নি। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে হবে এসএসসি বা দাখিল পরীক্ষা। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে দুটি পাবলিক পরীক্ষা হবে। প্রতি বর্ষ শেষে বোর্ডের অধীনে এই পরীক্ষা হবে। এরপর এই দুই পরীক্ষার ফলের সমন্বয়ে এইচএসসি বা আলিমের ফল চূড়ান্ত হবে।

গত বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। আর চলতি বছর তৃতীয় ও চতুর্থ শ্রেণি এবং অষ্টম ও নবম শ্রেণি এ শিক্ষাক্রমের আওতায় এসেছে। ২০২৫ সালে পঞ্চম ও দশম শ্রেণি যুক্ত হবে। ২০২৬ সালে একাদশ ও ২০২৭ সালে দ্বাদশ শ্রেণি যুক্ত হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.