নিউজ ডেস্ক।।
জাতীয় শিক্ষাক্রম ২০২১ কে জ্ঞান-বিজ্ঞান-মনুষ্যত্ব ধ্বংসের শিক্ষাক্রম আখ্যা দিয়ে তা বাতিলের দাবিকে সামনে রেখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে দেশব্যাপী ৫ লক্ষ গণস্বাক্ষর অভিযান কর্মসূচি চলছে। আজ অমর একুশে বই মেলায় স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মেলায় আগত শিক্ষার্থী অবিভাবক স্বতঃস্ফূর্তভাবে গণস্বাক্ষর কার্যক্রমে অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অরূপ দাস শ্যাম, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিকুল ইসলাম সাদিকসহ সংগঠনের নেতাকর্মীরা।
বইমেলা চলাকালে মাসব্যাপী কর্মসূচী চলমান থাকবে।
দাবীসমূহ :
১. প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা পদ্ধতি তুলে দেয়া চলবে না। প্রতি ক্লাসে লিখিত পরীক্ষা চালু কর। পাশ-ফেল প্রথা তুলে দেয়া চলবে না।
২. নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো চলবে না।
৩. ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি চিহ্নের মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি বাতিল কর। নম্বরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালু কর। ধারাবাহিক মূল্যায়নের নামে শিক্ষকদের হাতে মার্কস রাখা যাবে না।
৪. একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পর পর দু’টি পাবলিক পরীক্ষা বাতিল কর।
৫. প্রতি ক্লাসে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও সনদ প্রদানের সিদ্ধান্ত বাতিল কর।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.