নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণের ব্যয় বিবরণীর তথ্য যারা এখনও প্রেরণ করেননি তাদের এই ব্যয়ের তথ্য প্রেরণের তিন কর্মদিবস সময় দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
বুধবার মাউশির ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত চিঠি জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক প্রশিক্ষণের ব্যয় বিবরণীর তথ্য প্রেরণ প্রসঙ্গে।উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণের ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক ৭ (সাত) দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের ১ম পর্যায় ৪ উপজেলা/থানায় ৫২৫ ব্যাচে গত ১৭ ডিসেম্বর, ২০২৩ খ্রি. হতে ০২ জানুয়ারি, ২০২৪ খ্রি. পর্যন্ত সুষ্ঠুভাবে সমাপ্ত হয়েছে। উক্ত প্রশিক্ষণের ব্যয় বিবরণী প্রশিক্ষণ সমাপ্তির ৬ (ছয়) কার্যদিবসের মধ্যে স্কিমে প্রেরণের নির্দেশনা ছিল। নির্ধারিত সময়ে তথ্য প্রেরণ না করায় মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক জেলা শিক্ষা কর্মকর্তাদের সাথে ২১ জানুয়ারি ২০২৪ তারিখে জুম মিটিংয়ের মাধ্যমে প্রশিক্ষণের ব্যয় বিবরণী জরুরি ভিত্তিতে প্রেরণের নির্দেশনা দেয়া হয়। এছাড়া স্কিমের কর্মকর্তাগণ প্রতিনিয়ত তথ্য চেয়ে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করলেও অধিকাংশ ভেন্যু থেকে অদ্যাবধি তথ্য প্রদান করা হয়নি।
এমতাবস্থায়, আপনার আওতাধীন ভেন্যুসমূহের প্রশিক্ষণের ব্যয় বিবরণী আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশ প্রদানকরা হলো।বিষয়টি অতীব জরুরি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.