এইমাত্র পাওয়া

মাশরাফিদের পঞ্চম হারের স্বাদ দিলেন তামিমরা

নিউজ ডেস্ক।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হারের বৃত্তেই রয়েছে সিলেট স্ট্রাইকার্স। সবশেষ ফরচুন বরিশালের বিপক্ষে ৪৯ রানের বড় ব্যবধানে হেরেছেন মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে দলটি। এ নিয়ে লিগে খেলা ৫ ম্যাচের সবকটিতেই হেরেছে সিলেট। আর হ্যাটট্রিক হারের পর জয় পেলেন তামিম-মাহমুদউল্লাহরা।

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিটেক স্টেডিয়ামে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা বরিশাল নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে ব্যাট করতে নেমে ১৩৭ রানে গুটিয়ে যায় সিলেট।

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জাকির হাসান ছাড়া আর কেউই স্কোর বড় করতে পারেননি। মোহাম্মদ ইমরানের বলে আউট হওয়ার আগে এই ব্যাটার ৩৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৬ রান করেন এছাড়া শামসুর রহমান ২৫ ও বেনি হাওয়েল ২৪ রান করেন।

বরিশাল বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট পান ইমরান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে আহমেদ শেহজাদ ও মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটিতে ভর করে বড় সংগ্রহ পায় বরিশাল। শেহজাদ ৪১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬৬ রান করেন। মাহমুদউল্লাহ ২৪ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন।

বরিশাল বোলার বেনি হাওয়েল ৩টি উইকেট দলখ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading