এইমাত্র পাওয়া

যুবকের দায়ের কোপে শিক্ষক দম্পতি গুরুতর জখম

পিরোজপুরঃ জেলার স্বরূপকাঠি জগন্নাথকাঠি গ্রামে জাহিদ নামে এক দুর্বৃত্তের এলোপাতাড়ি দায়ের কোপে শিক্ষক দম্পতিসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে জগন্নাথকাঠি গ্রামের মৌলভীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ওই গ্রামের আবু জাফরের পুত্র জাহিদকে গ্রেফতার করেছে।

আহতদের মধ্যে স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন (৫১) ও তার স্ত্রী স্মৃতি আক্তারকে (৩০) মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, জাহিদ সম্প্রতি ভবঘুরে এবং উন্মাদের মতো আচরণ করে আসছেন।

প্রতিবেশী লিজা আক্তার বলেন, জাহিদসহ আহতরা সবাই একই বাড়ির লোক। ঘটনার দিন ফজর নামাজের পর উন্মাদ জাহিদ মনিরের ঘরের চালে ঢিল মারছিল। এ সময় তারা ডাকচিৎকার দিলে জাহিদ শিক্ষক মনিরের ঘরের জানালা ভেঙে ভিতরে ঢুকেই এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় মনিরের স্ত্রী স্মৃতি স্বামীকে রক্ষা করতে গেলে জাহিদ দা দিয়ে তাকেও মাথার বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তাদের ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে জাহিদকে ধরে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার আহত মুনিরুল ইসলাম এবং তার স্ত্রী স্মৃতির অবস্থা গুরুতর দেখে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, ওই ঘটনায় জাহিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৩/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.