এইমাত্র পাওয়া

বেসরকারি স্কুল-কলেজের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে প্রশিক্ষণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এবং এ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এই নির্দেশ প্রদান করা হয়। সোমবার নির্দেশনাটি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।  বিষয়টি অতীব জরুরী বলেও উল্লেখ করা হয়।

নির্দেশনাটি প্রতিপালনের জন্য মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠি মাউশির আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকদের নিকট পাঠানো হয়েছে।

মাউশির মহাপরিচালক বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়,  “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা-২০২৩” অনুসরণ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কার্যক্রম পরিচালনার এবং উক্ত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহে অভ্যন্তরীণ প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য -নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা-২০২৩ সংক্রান্ত প্রজ্ঞাপন গত বছরের জুলাই মাসে প্রকাশিত হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.