বান্দরবানঃ জেলার রুমায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি পাহাড়ি খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। হতাহতরা সবাই নারী।
শনিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ফিরোজা বেগম (৫৩) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের শিক্ষার্থী জয়নাব খাতুন (২৪)।
জানা যায়, ‘নারীর চোখে বিশ্ব’ নামের একটি সংগঠনের হয়ে তারা কেওক্রাডং ভ্রমণে গিয়েছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক। তিনি বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ মিটার পাহাড়ি খাদে পড়ে যায়। গাড়িতে পর্যটক ছিলেন ১৩ জন। দুজন ঘটনাস্থলেই মারা যান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০১/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.