নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এবারও প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক রুমানা আলী। রুমানা আলী গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক রুমানা আলী গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০১/২০২৪
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.