ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে পুলিশে দিল শিক্ষার্থীরা

নাটোরের লালপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আবদুল হালিম দুলাল নামে এক শিক্ষককে হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। রোববার উপজেলার কুজিপুকুর প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটে।

আটক শিক্ষক কুজিপুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও অর্জুনপুর গ্রামের মৃত হাজী আবদুর রশিদের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল, শিক্ষক আবদুল হালিম দুলালকে যৌন নির্যাতনের অভিযোগে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিদ্যালয় চলাকালীন শ্রেণিকক্ষের মধ্যে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন। এ সময় ছাত্রীর চিৎকারে অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে শিক্ষক দুলালকে আটকে রেখে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষক দুলালকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, আগেও কয়েকবার এ ধরনের ঘৃণীত কাজ করেছেন শিক্ষক দুলাল। ছেলে কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও সাবেক সংসদ সদস্যের এপিএসের পিতা হওয়ায় পার পেয়ে যান। তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলাকাবাসী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.