এইমাত্র পাওয়া

স্কুল ও কলেজ শিক্ষক ও কর্মচারীদের আচরণ বিধিমালা নিয়ে মন্ত্রণালয়ের সভা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারী আচরণ, শৃংখলা ও আপীল বিধিমালা- ২০২৩ বিষয়ে কর্মশালা করবে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ০২ জানুয়ারি ২০২৪ ইং তারিখে কর্মশালা অনুষ্ঠিত হবে।

রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ এর সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই এর সভাকক্ষে আগামী আগামী ০২ জানুয়ারি ২০২৪ ইং তারিখে  সকাল ১১ টায়  কর্মশালা অনুষ্ঠিত হবে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই এর সভাকক্ষে আগামী 02/01/2024 তারিখে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

উক্ত কর্মশালায় নিম্নোক্ত কর্মকর্তাগণের উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) :

অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো, (ব্যানবেইস), অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব (কলেজ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, অতিরিক্ত সচিব (উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, চেয়ারম্যান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), অতিরিক্ত সচিব (পরিকল্পনা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,  মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,  ঢাকা,  যুগ্মসচিব (প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,  যুগ্মসচিব (কারিগরি অধিশাখা-২), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক অধিশাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, যুগ্মসচিব (মাধ্যমিক-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,  যুগ্মসচিব (বাজেট), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়,  পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, ঢাকা,  পরিচালক (কলেজ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিধপ্তর, ঢাকা,  উপসচিব (প্রশিক্ষণ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্ৰণালয়। পরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা , উপসচিব (শৃঙ্খলা বিষয়ক শাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২ শাখা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সচিবের একান্ত সচিব, সচিবের দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চল, ঢাকা,  বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল, ঢাকা,  উপপরিচালক (কলেজ-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, উপপরিচালক (কলেজ-২), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা ,  উপপরিচালক (মাধ্যমিক), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা উপপরিচালক (বিশেষ শিক্ষা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা। জেলা শিক্ষা অফিসার, ঢাকা, পরিদর্শক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা, অধ্যক্ষ, শামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকাএবং  প্রধান শিক্ষক, মডেল একাডেমী, মিরপুর, ঢাকা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.