ঢাকাঃ জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র্যাংকিং নতুন ১৭ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এতে মোট রেটিং ৩৬৩১(+১৭) নিয়ে বুয়েটকে পেছনে ফেলে এ অবস্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়টি।
সম্প্রতি সিন্যাপ্সের প্রকাশিত ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। যেখানে দেখা যায়, দেশের ১৪৬টি কলেজ-বিশ্ববিদ্যালয়ের জায়গা হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০-এ একটি বেসরকারি ও একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় ছাড়াও আছে আরো ৮টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়।
সিন্যাপ্সের তথ্য মতে, এ র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান রেটিং ৩৯৯৯ (+৩১) নিয়ে শীর্ষ অবস্থানে আছে। র্যাংকিংয়ের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয় হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় দিন দিন আধুনিকতা ও ডিজিটাল ব্যবস্থাপনার দিকে ধাবিত হচ্ছে। এখন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়কে নিজের মধ্যে লালন করে। যার ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের এমন অগ্রগতি সম্ভব হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.