ঢাকাঃ ২০২৪ সালের অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১ ডিসেম্বর (শুক্রবার) থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ে ইআইআইএন-ধারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। অপরদিকে আগামী ৮ ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে ইআইআইএন-বিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রশিক্ষণ শুরুর কথা থাকলেও তা হচ্ছে না। জানুয়ারি মাসে সুবিধাজনক সময়ে দ্বিতীয় পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ডিসেমিনেশন অব নিউ কারিকুলা স্কিম পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত ও জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে প্রশিক্ষণ শুরুর নতুন সুচির বিষয়ে জানানো হয়েছে।
অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সব মাধ্যমিক স্কুল, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও অষ্টম শ্রেণি পর্যন্ত চলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হবে। এ প্রশিক্ষণের প্রথম পর্যায়ে ইআইআইএন-ধারী শিক্ষা প্রতিষ্ঠান ও দ্বিতীয় পর্যায়ে ইআইআইএন-বিহীন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি শিক্ষকরা প্রশিক্ষণ পাবেন। ইআইআইএন-ধারী বা ইআইআইএন-বিহীন শিক্ষা প্রতিষ্ঠানে এক বছরের বেশি সময় কর্মরত শিক্ষকরা প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন।
ওই চিঠিতে প্রথম পর্যায়ে প্রশিক্ষণার্থী শিক্ষকদের তথ্য যাচাই-বাছাই করে ৩০ নভেম্বরের মধ্যে স্কিমে পাঠাতে বলা হয়েছে জেলা শিক্ষা কর্মকর্তাদের। আর বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান বা মাদরাসার বিশেষায়িত বিষয়গুলোর শিক্ষকরা এ তালিকা অন্তর্ভুক্ত হবেন না। অপরদিকে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ দিতে শিক্ষকদের তথ্য ও তালিকা ১৫ই ডিসেম্বরের মধ্যে স্কিনে পাঠাতে বলা হয়েছে। প্রশিক্ষণার্থেই শিক্ষকদের তালিকায় যেনো কোচিংয়ে কেউ অন্তর্ভুক্ত না হয় তা নিশ্চিত করতে জেলা শিক্ষা কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.