এইমাত্র পাওয়া

উচ্চশিক্ষায় চেক প্রজাতন্ত্র

নিউজ ডেস্ক।।

সংস্কৃতি এবং দুর্দান্ত স্থাপত্যের জন্য বিখ্যাত চেক প্রজাতন্ত্র। বিদেশে পড়তে যেতে চাওয়া শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হতে পারে দেশটি। শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান এবং উচ্চতর একাডেমিক মানের কারণে বিদেশি শিক্ষার্থীরা দেশটিতে পড়তে যেতে চান। অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় মধ্য ইউরোপীয় এই দেশে জীবনযাত্রার খরচ এবং টিউশন ফি অনেক কম। যাঁদের কাছে যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যের মতো দেশে পড়াশোনা করার মতো আর্থিক সংস্থান নেই, এটি তাঁদের জন্য বেশ উপযুক্ত একটি দেশ।

চেক বিশ্ববিদ্যালয়গুলো তাদের চমৎকার শিক্ষামূলক কর্মসূচির জন্য ব্যাপকভাবে স্বীকৃত। বহু আন্তর্জাতিক শিক্ষার্থী এখানে পড়তে যান। কারণ, তারা তাদের অফিশিয়াল ভাষা চেক ছাড়াও ইংরেজিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। বিশেষ করে বিজ্ঞান, প্রকৌশল এবং চিকিৎসাশাস্ত্রের মতো শাখায় চমৎকার শিক্ষার সুযোগ রয়েছে।
কৌশলগত অবস্থানের কারণে ইউরোপের চারপাশে ভ্রমণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য চেক প্রজাতন্ত্র একটি দুর্দান্ত জায়গা। পর্যটন এবং সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার জন্য অন্যান্য ইউরোপীয় দেশে যাওয়ার সুযোগ মেলে এ দেশ থেকে। যেসব শিক্ষার্থী তাঁদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে এবং বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তাঁদের পড়াশোনাকে আরও এগিয়ে নিতে চান, তাঁরা এই ভৌগোলিক সুবিধাটিকে আকর্ষণীয় মনে করতে পারেন। চাকরির সুবিধার কারণেও দেশটি বিদেশি শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য। যে ৫ কারণে চেক প্রজাতন্ত্রকে উচ্চশিক্ষার জন্য বেছে নিতে পারেন শিক্ষার্থীরা—

১. তথ্যপ্রযুক্তি (আইটি)
চেক প্রজাতন্ত্রের আইটি শিল্পের আকার গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেশ কয়েকটি বহুজাতিক আইটি প্রতিষ্ঠান দেশটিতে তাদের শাখা খুলেছে। এতে পেশাদারদের জন্য কাজের সুযোগ তৈরি হয়েছে দেশটিতে। উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তরের ওপর জোর দেওয়ার কারণে দেশটিতে সফটওয়্যার শিল্পের বিকাশ ঘটেছে। ডেটা বিশ্লেষক, সাইবার নিরাপত্তাবিশেষজ্ঞ এবং আইটি প্রকল্প পরিচালকদের চাহিদা বেশি রয়েছে দেশটিতে।

২. ম্যানুফ্যাকচারিং এবং ইঞ্জিনিয়ারিং
চেক প্রজাতন্ত্রে উৎপাদন বা শিল্পজাত পণ্য উৎপাদনশিল্প, মোটরগাড়ি, মহাকাশ এবং যন্ত্রপাতির শিল্পকারখানা রয়েছে। ইউরোপের মধ্যে অত্যন্ত দক্ষ শ্রম জনসংখ্যা এবং সুবিধাজনক অবস্থানের কারণে দেশটি ইঞ্জিনিয়ারিং এবং উত্পাদন সংস্থাগুলোর জন্য পছন্দসই একটি জায়গা।

৩. স্বাস্থ্যসেবা এবং বায়োটেকনোলজি
বয়স্ক জনসংখ্যা, স্বাস্থ্যসেবা অবকাঠামো এবং চিকিৎসা গবেষণায় ক্রমবর্ধমান বিনিয়োগের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশটি উন্নতি করছে। জৈবপ্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, বায়োটেকনোলজি গবেষক এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য ক্রমবর্ধমান চাহিদার কারণে দেশটি অনেক এগিয়ে।

৪. ফাইন্যান্স ও ব্যাংকিং
চেক প্রজাতন্ত্রের রাজধানী শহর প্রাগ মধ্য ইউরোপের একটি প্রধান আর্থিক কেন্দ্র। দেশটিতে আর্থিক বিশ্লেষক, হিসাবরক্ষক এবং ব্যাংকিং বিশেষজ্ঞসহ আর্থিক পেশাদারদের চাহিদা বাড়ছে। কারণ, দেশটি তার আর্থিক পরিষেবা শিল্পের বিকাশ অব্যাহত রেখেছে। উপরন্তু ফিনটেক কোম্পানিগুলোর বৃদ্ধি এই খাতে অসংখ্য কাজের সুযোগ উন্মুক্ত করেছে।

৫. ট্যুরিজম এবং হসপিটালিটি
চেক প্রজাতন্ত্র সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যসহ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। এর ফলে হোটেল, রেস্তোরাঁ, ভ্রমণসংস্থা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ তৈরি হয়।

চেক প্রজাতন্ত্রের যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই পাঁচ খাতের সঙ্গে সম্পর্কিত কোর্স অফার করে—
চেক টেকনিক্যাল ইউনিভার্সিটি ইন প্রাগ
ব্রনো ইউনিভার্সিটি অব টেকনোলজি
ইউনিভার্সিটি অব ওয়েস্ট বোহেমিয়ার ইন পিলসেন
ইউনিভার্সিটি অব ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন
অ্যাংলো-আমেরিকান ইউনিভার্সিটি
প্রাগ ইউনিভার্সিটি অব ইকোনমিকস অ্যান্ড বিজনেস।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.