নিউজ ডেস্ক।।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) লেখক পুরস্কারের জন্য বই জমা দেওয়ার সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের অফিস ৫৫/১ ইসলাম এস্টেট পুরানা পল্টন, তৃতীয় তলায় বই জমা দেওয়া যাবে। সরাসরি কিংবা কুরিয়ারে বই পাঠানো যাবে।
এছাড়া সম্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীরের (০১৬৭৪-২৮২২৫৭) সঙ্গে যোগাযোগ করে বই জমা দেওয়া যাবে। লেখক পুরস্কার অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
লেখক পুরস্কারের ক্ষেত্রে ডিএসইসি বেশকিছু শর্ত নির্ধারণ করেছে। শর্তগুলো হচ্ছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যরা শুধু আবেদন করতে পারবে। গল্প-উপন্যাস, কবিতা, ইতিহাস-গবেষণা, শিশুসাহিত্য, ভ্রমণ-বিজ্ঞান, অনুবাদ ক্যাটাগরিতে সম্মননা দেওয়া হবে। একজন লেখক কেবল একটি ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন।
পুরস্কারের জন্য জমা দেওয়া বই ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত হতে হবে। প্রথম মুদ্রণ ছাড়া কোনো সংস্করণ (রি-প্রিন্ট) গ্রহণযোগ্য নয়, ‘বই জমা দেওয়ার সময় লেখকের সংক্ষিপ্ত প্রোফাইল (সর্বোচ্চ ৩০০ শব্দ) ও বই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ (সর্বোচ্চ ৩০০ শব্দ) হাতে লিখে অথবা প্রিন্ট করে জমা দিতে হবে।
প্রতি ক্যাটাগরিতে জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত ৩ জনকে পুরস্কার দেওয়া হবে। ২০২২ সালে যারা লেখক সম্মাননা পেয়েছেন তারাও বই জমা দিতে পারবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.