এইমাত্র পাওয়া

উচ্চশিক্ষায় প্রেষণে যাচ্ছেন ৪৪ চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক।।

দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪৪ জন চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন মেয়াদে প্রেষণ (শিক্ষাছুটি) মঞ্জুরের আদেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রজ্ঞাপনে উল্লেখিত চিকিৎসক কর্মকর্তাদেরকে তাদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যায়নের জন্য প্রেষণ মঞ্জুর করা হলো।

প্রেষণকালীন চিকিৎসক কর্মকর্তারা স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হিসেবে মূল কর্মস্থানের বেতন-ভাতাদি গ্রহন করবেন। আবেদনকারীদের আবেদনে উল্লেখিত কোন তথ্য ‘দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ সম্পর্কিত সংশোধিত প্রেষণ নীাতমালা-২০২২ অনুযায়ী ভুল বা মিথ্যা প্রমাণিত হলে প্রেষণাদেশ বাতিল করা হবে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন:

 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.