নিজস্ব প্রতিবেদক।।
কৃত্রিম সংকট তৈরি করে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দিলে ব্যবসায়ীরা কঠোর শাস্তির মুখোমুখি হবেন বলে সতর্ক করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, ‘মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা ব্যবসায়ীদের জেল-জরিমানাসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
রোববার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, ‘রমজান মাসকে ঘিরে স্বচ্ছল ব্যক্তিরা পুরো মাসের পণ্য একবারে কিনে নিম্ন আয়ের মানুষকে দুর্ভোগে ফেলেন। এতে করে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয় ও দাম বেড়ে যায়। এ বিষয়টি সকলের লক্ষ্য রাখা উচিত।’
এসময় তিনি বলেন, আসন্ন রমজানে স্বল্পমূল্যে এক কোটি পরিবারকে টিসিবির কার্ডের মাধ্যমে তেল, চিনি, ডালসহ অন্যান্য পণ্য বিক্রি করছে সরকার। ৩ কোটি মানুষকে এ সুবিধার আওতায় আনছে সরকার।
টিপু মুনশি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রধানমন্ত্রী আমদানি পর্যায়ে শতকরা ১৫ ভাগ ভ্যাট কমিয়েছেন। চট্টগ্রাম বন্দর দিয়ে আজ (রোববার) সেই পণ্য খালাস হচ্ছে। এটি বাজারে আসলে পণ্যের দাম অনন্ত ১০ টাকা কমে যাবে।’
এসময় উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনছার আলীসহ অন্যরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.