ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ইসলাম শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে। ইসলামের ভুল শিক্ষা ও জঙ্গিবাদ বিষয়েও সতর্ক করেন তিনি।
সোমবার (৩০ অক্টোবর) জাতীয় ইমাম সম্মেলন ২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ে আরও ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ইমামদের বলবো, ইসলাম শান্তির ধর্ম। আমাদের দেশের তরুণ ছেলে-মেয়েরা যেন ইসলামের ভুল শিক্ষা ধারণ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে আপনাদের ভূমিকা রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, অন্য ধর্মাবলম্বীরাও যেন তাদের ধর্ম পালন করতে পারে, সে ব্যাপারে উদ্যোগ নিতে হবে। যার যার ধর্ম সে সে পালন করে সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই।
ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনের ওপর জুলুম চালাচ্ছে, সেটা আমরা কোনোভাবেই চাই না।ইতিমধ্যে আমরা সহযোগিতা পাঠিয়েছি। আন্তর্জাতিক নেতাদের এই যুদ্ধ থামাতে ভূমিকা রাখার কথা বলেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.