মির্জা ফখরুলের মুক্তির দাবীতে ১০১ অধ্যাপকের বিবৃতি

ঢাকাঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরকার সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের ১০১ জন শিক্ষক। তারা বিএনপির মহাসচিবকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

গতকাল রবিবার রাতে সোনালী দলের সভাপতি প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, দীর্ঘদিন যাবত বিএনপির সুযোগ্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সাধারণ জনগণকে সাথে নিয়ে দীর্ঘদিন ধরে অহিংস আন্দোলন চালিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায়, সারাদেশ হতে দলের লক্ষ লক্ষ নেতা-কর্মী ও সাধারণ জনগণ সরকারের বিভিন্ন পেটোয়া বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে গত ২৮ অক্টোবর ঢাকার বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ করে। সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য চলাকালীন সময়ে কিছু সংখ্যক অতি উৎসাহী পুলিশ বিনা উস্কানিতে উপস্থিত জনতার উপর নির্বিচারে গুলি, টিয়ার শেল, জল-কামান ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে।

বিবৃতিতে তারা আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনি সরকার এই আন্দোলনকে দমন করার জন্য দেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.