এইমাত্র পাওয়া

আজ থেকে এসএসসির ফরম পূরণ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আজ সোমবার থেকে। এ কার্যক্রম শেষ হবে আগামী ৮ নভেম্বর। আর বিলম্ব ফিসহ ফরম পূরণ চলবে ৯ থেকে ১৩ নভেম্বর।

গত ১৫ অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণের নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসে প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষায় অংশগ্রহণ করবে।

সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়গুলো এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে পাঠাবে। নির্দেশনায় আরো বলা হয়, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যেসব পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ছাড়া নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।

এতে বলা হয়, এসএসসির ফরম পূরণে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের লাগবে দুই হাজার ১৪০ টাকা। এর মধ্যে বোর্ড ফি এক হাজার ৬২৫ টাকা ও কেন্দ্র্র ফি ৫১৫ টাকা। ব্যবসায় শিক্ষার প্রত্যেক পরীক্ষার্থীর জন্য লাগবে দুই হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি এক হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা। মানবিক বিভাগের জন্য পরীক্ষার্থী প্রতি লাগবে দুই হাজার ২০ টাকা। এর মধ্যে বোর্ড ফি এক হাজার ৫৩৫ টাকা এবং কেন্দ্র ফি ৪৮৫ টাকা। পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে। কোনো পরীক্ষার্থীর কাছ থেকে নবম ও দশম শ্রেণীর সর্বমোট ২৪ মাসের বেতন ও সেশন চার্জ নেয়া যাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.