বঙ্গোপসাগরে জরুরিভিত্তিতে গ্যাস উত্তোলনের সুপারিশ

ঢাকাঃ বঙ্গোপসাগরে জরুরিভিত্তিতে গ্যাস অনুসন্ধান করে উত্তোলনের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

রবিবার (২৯ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২০তম বৈঠক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এইচ এন আশিকুর রহমান। বৈঠকে কমিটির সদস্য আ স ম ফিরোজ, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং পনির উদ্দিন আহমেদ অংশগ্রহণ করেন। সভায় ১৯তম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়।

বৈঠকে ১৯তম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি, খাদ্যশস্য ক্রয়ের ক্ষেত্রে পদ্ধতি ও টেন্ডার ডকুমেন্টস পর্যালোচনার সময়সীমা হ্রাস ও সাশ্রয়ী মূল্যে আকাঙ্ক্ষিত পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয়, বাংলাদেশের নিজস্ব কয়লা উৎপাদন ক্ষমতা মোট চাহিদার ৮০ শতাংশে উন্নীতকরণ, দেশীয় সম্পদের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে বঙ্গোপসাগরে পুনরুদ্ধারকৃত অঞ্চলে জরুরিভিত্তিতে গ্যাস অনুসন্ধানপূর্বক উত্তোলনের ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করা হয়।

কমিটি ‘বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পায়রাবন্দ’, মিঠাপুকুর, রংপুরের ১৫ জন শিক্ষক ও কর্মচারীর এমপিওভুক্তির বিষয় সম্পর্কে সংসদীয় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী সাত দিনের মধ্যে দ্রুত বাস্তবায়ন এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর পাশাপাশি সেচ ব্যয় সাশ্রয়ী করার জন্য দেশের সব এলাকায় ক্রমান্বয়ে সারফেস ইরিগেশন চালু করার জন্য প্রকল্প গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পেট্টোবাংলার চেয়ারম্যান, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব, চেয়ারম্যান বিএডিস’র চেয়ারম্যান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.