ঢাকাঃ নানা কারণে অনেকের ঠোঁট কালচে দেখায়। ধূমপান, ট্যান পড়া, অ্যালার্জি, ডিহাইড্রেশন ইত্যাদি কারণে এই সমস্যা দেখা দিতে পারে। অনেকে ঠোঁটের কালচেভাব দূর করতে বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। এসব পণ্যের ব্যবহারে সাময়িক সমাধান হয়তো মেলে। তবে ঘরোয়া উপায়ে এর কিছু উপকার পেতে পারেন।
শসা
স্বাস্থ্যের জন্য উপকারী একটি ফল শসা। ঠোঁটের কালো দাগ দূর করতেও এর ওপর ভরসা রাখতে পারেন। শসা পাতলা স্লাইস করে দিন। ১০-১৫ মিনিটের জন্য এটি ঠোঁটের ওপর রাখুন। শসার প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে। এটি পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। টানা ১ মাস প্রতিদিন এই উপায়টি কাজে লাগালে উপকার পাবেন।
হলুদ আর দুধের মিশ্রণ
এক চিমটি হলুদ গুঁড়ার সঙ্গে অল্প পরিমাণ দুধ মেশান। ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি ঠোঁটে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। হলুদ প্রাকৃতিকভাবে ঠোঁট উজ্জ্বল করে।
বিটরুট
ঠোঁটকে প্রাকৃতিকভাবে গোলাপি করতে সাহায্য করে বিটরুট। অল্প পরিমাণ বিটরুট ব্লেন্ড করে রস বের করে নিন। এই রস ঠোঁটে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। বিটরুটে প্রাকৃতিক রঞ্জক রয়েছে, যা ঠোঁটে গোলাপি আভা নিয়ে আসে। নিয়মিত এই কাজটি করুন।
গ্রিন টি
স্বাস্থ্যসচেতন ব্যক্তিদের অনেকেই গ্রিন টি পান করে থাকেন। ব্যবহারের পর গ্রিন টির ব্যাগগুলো ফেলে না দিয়ে ফ্রিজে রাখুন। ঠান্ডা চায়ের ব্যাগ কয়েক মিনিটের জন্য আলতো করে চাপ দিয়ে রাখুন ঠোঁটে। ১০ মিনিট রাখলেই চলবে। গ্রিন টিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
চিনি আর অলিভ অয়েল
অনেক সময় ডেড সেল বা মৃত কোষ জমলে ঠোঁট কালো দেখায়। নির্দিষ্ট সময় পরপর এই চামড়া পরিষ্কার করা দরকার। চিনির সঙ্গে অল্প পরিমাণ অলিভ অয়েল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। এই মিশ্রণ বৃত্তাকার গতিতে ঠোঁটে ম্যাসাজ করুন। এরপর ধুয়ে নিন। ঠোঁট তার স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে পাবে।
এসবের পাশাপাশি ঠোঁট গোলাপি রাখতে হাইড্রেটেড থাকার চেষ্টা করুন। প্রচুর পানি পান করুন। পাশাপাশি স্বাস্থ্যকর ত্বক পেতে খাদ্যতালিকায় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ খাবার যোগ করুন। বিশেষ করে ফলমূল ও শাকসবজি ঠোঁটের কালোভাব দূর করতে উপকারী ভূমিকা রাখে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.