এইমাত্র পাওয়া

পুলিশের উচ্চপর্যায়ে ৩৬৫ সুপারনিউমারারি পদ অনুমোদন

ঢাকাঃ বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোর অতিরিক্ত ৩৬৫টি সুপারনিউমারারি পদ সৃজনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’র বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বাড়তি এই ৩৬৫টি পদের মধ্যে অতিরিক্ত আইজিপি ১০, ডিআইজি ৬৫, অতিরিক্ত ডিআইজি ১৪০ এবং এসপি পদে ১৫০টি পদ রয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে জননিরাপত্তা বিভাগ হতে ৫২৯টি পদ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ একাধিক দফায় ৩৬৫টি পদের অনুমোদন দেয়।

এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাব ‘প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি’তে পাঠানো হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির পঞ্চম বৈঠকে প্রস্তাবটি অনুমোদন হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাধারণত রাজস্ব খাতে কোনো পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে গেলে অনেক যাছাই–বাছাইয়ের পর সেগুলোর অনুমোদন দেওয়া হয়।

এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে দফায় দফায় বিভিন্ন বিষয়ের তথ্য সরবরাহ করতে হয়। কিন্তু পুলিশের এসব পদ সৃষ্টির প্রস্তাব পাস হয়েছে অস্বাভাবিক দ্রুত গতিতে।

প্রসঙ্গত, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকের জন্য যে এজেন্ডা কমিটির সদস্যদের পাঠানো হয়েছিল সেখানে পুলিশের পদ সৃষ্টি সংক্রান্ত প্রস্তাব ছিল না। পরে তা বিবিধ আলোচ্যসূচিতে প্রস্তাবটি উত্থাপন করা হলে অনুমোদন দেয় কমিটি। সূত্র; আজকের পত্রিকা

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.