এইমাত্র পাওয়া

১৮ অক্টোবর সব স্কুল কলেজে মাউশির কর্মসূচী ঘোষণা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস ২০২৩’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে সব স্কুল কলেজ ও অধিদপ্তরাধীন দপ্তর সমূহে কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

বুধবার মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত নির্দেশনায় এই কর্মসূচী ঘোষণা করা হয়।

যে সব কর্মসূচী পালন করতে হবে

  • শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয়/প্রাঙ্গণে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে। উল্লেখ্য যে, শেখ রাসেল এর ম্যুরাল/প্রতিকৃতি সর্বনিম্ন আকার হতে হবে দৈর্ঘ্য ০৪ ফুট x প্রস্থ ০৩ ফুট। সমানুপাতিক হারে বড় আকারে প্রতিকৃতি স্থাপন করা যাবে।
  • সকল দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠান ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে শেখ রাসেল দিবস উদ্‌যাপন নীতিমালা- ২০২২ অনুযায়ী আলোচনা সভা আয়োজন করবে।
  • জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিল/প্রার্থনারআয়োজন করবে।
  • “শেখ রাসেল দিবস ২০২৩’ উপলক্ষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ‘শেখ রাসেল দেয়ালিকা’য় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করবে। দেয়ালিকাটির প্রতিপাদ্য হবে ‘শেখ রাসেল দিবস ২০২৩’। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শেখ রাসেল দেয়ালিকার ছবি তুলে 18octoberdshe@gmail.com -এর মাধ্যমে প্রেরণ করবে।
  • শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গাছের চারা রোপন করবে।
  • শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোন কর্মসূচী স্ব-স্ব ব্যবস্থাপনায় আনন্দমূখর পরিবেশে আয়োজন করবে (যেমন: আনন্দ র‍্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা/চিত্রাঙ্কন প্রতিযোগিতা/রচনা প্রতিযোগিতা/কুইজ প্রতিযোগিতা ইত্যাদি)।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.