এইমাত্র পাওয়া

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, ৪৯ শিক্ষার্থীকে মুচলেকায় মুক্তি

নাটোরঃ স্কুল-কলেজ ফাঁকি দিয়ে নাটোরের রাজবাড়ীতে ঘোরাঘুরি করায় ৪৯ জন শিক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশ। পরে মুচলেকার মাধ্যমে সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবির (ওসি) আব্দুল‌ মতিন।

রবিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় শহরের বঙ্গজলে অবস্থিত নাটোর রাজবাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোরের অন্যতম পর্যটন কেন্দ্র বঙ্গজলে নাটোর রাজবাড়ীর ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিলেন। এমন তথ্য স্থানীয়রা পুলিশ সুপারকে মোবাইল ফোনে জানায়। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি টিম রাজবাড়ীতে অভিযান চালায়। এরপর রাজবাড়ীর ভেতরের বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়।

ডিবির ওসি আব্দুল‌ মতিন জানান, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজবাড়িতে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়। পরে মুচলেকা দিয়ে পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.