নাটোরঃ জেলায় একটি স্কুলে মাত্র ৯ ছাত্রীর জন্য রয়েছেন ১৫ শিক্ষক। কাগজে-কলমে ১৪৫ শিক্ষার্থীর নাম উল্লেখ থাকলেও ক্লাস করেন ওই নয় শিক্ষার্থী। এ ছাড়াও শ্রেণিকক্ষ সংকটের কারণে এক কক্ষে নেয়া হয় চার শ্রেণির ক্লাস।
নাটোরের বাগাতিপাড়া উপজেলার বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, এক শ্রেণিকক্ষে সপ্তম শ্রেণির দুজন ও ষষ্ঠ, প্রথম এবং নবম শ্রেণির একজন করে শিক্ষার্থী রয়েছে। তবে সময় সংবাদের ক্যামেরা দেখে নবম শ্রেণির ধর্মের শিক্ষক খলিলুর রহমান চার শিক্ষার্থী, আয়া স্বপ্না ও এক বহিরাগতকে দিয়ে ক্লাস রুম সাজানোর চেষ্টা করেন। এছাড়া পাশের শ্রেণিকক্ষে পাঁচ ছাত্রীকে এসএসসির প্রস্তুতি পরীক্ষা দিতে দেখা যায়। বিদ্যালয়টিতে পাঁচটি শ্রেণির মোট ৯ জন শিক্ষার্থীকে পাওয়ায় গেলেও এমপিও নন এমপিও ১৫ শিক্ষক কর্মচারীকে পাওয়া যায়নি।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বয়সের পার্থক্য, মোবাইল ফোন হাতে নিয়ে ক্লাস করা ও বিদ্যালয় নির্ধারিত পোশাক না থাকার বিষয়গুলো জানার চেষ্টা করা হলে সেখান থেকে সটকে পড়েন আয়া স্বপ্না।
তবে বালিকা বিদ্যালয়ের পার্শে প্রাথমিক বিদ্যালয়ে পাওয়া যায় শিক্ষক খলিলুর রহমানকে। তিনি বলেন, শ্রেণি কক্ষের সংকট থাকায় এক রুমে ক্লাস করানো হয়। আর আয়াকে তিনি ঠিকমতো চিনতে পারেননি বলে দাবি করেন।
এলাকাবাসীর জানান, বিদ্যালয়টিতে ৯/১০ শিক্ষার্থী থাকলেও শিক্ষক ও কর্মচারী রয়েছেন ১৫ জন। ১৫ শিক্ষক কর্মচারীর মধ্যে এমপিওভুক্ত রয়েছেন ৯ জন। আর বিদ্যালয়টির শিক্ষকরাই তাদের মেয়েদের বিদ্যালয়টিতে লেখাপড়া করান না। এ ছাড়া মানহীন শিক্ষা ব্যবস্থার কারণে এই পরিস্থিতি বলে দাবি এলাকাবাসীর।
তবে এ বিষয়ে উপজেলার বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গণেশ চন্দ্র সূত্রধরের দাবি, শ্রেণিকক্ষ সংকট ও রাস্তা ভালো না হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী কমে গেছে। নতুন ভবন নির্মাণ হলে শিক্ষার্থী বাড়বে। তবে কতজন শিক্ষার্থী রয়েছে তা এড়িয়ে যান তিনি।
কাগজে কলমে বিদ্যালয়টি ৪৫ শিক্ষার্থী থাকলেও বাস্তবে তা নেই বিষয়টি স্বীকার করে জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান বলেন, চার মাস আগে তিনি নাটোরে যোগদান করার পর শিক্ষকদের সর্তকতামূলক নির্দেশনাপত্র দেন। গত চার মাসেও বিদ্যালয়টির পরিবর্তন না হওয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কতজন শিক্ষার্থী রয়েছে নিশ্চিত করতে পারেননি তিনি।
১৯৯৫ সালে বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়টি স্থাপন করা হয়। শুরুতেই বিদ্যালটিতে ১৪৫ ছাত্রী থাকায় পাঠদানের অনুমতি পায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.