এইমাত্র পাওয়া

শুরু হচ্ছে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ-সপ্তমে ১ম সামষ্টিক মূল্যায়ন, সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে প্রথমবারের মতো বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে। আগামী ৫ নভেম্বর থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের এ মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ করেছে। মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী বুধবার (৪ অক্টোবর) এতে সই করেন।

জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ সূচিটি তৈরি করেছে। তাতে উল্লেখ করা হয়, ২০২৩ শিক্ষাবর্ষে সব শ্রেণি কার্যক্রম ও মূল্যায়ন ৩০ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি প্রণয়ন করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে শ্রেণি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিদ্যমান কর্মদিবসের সঙ্গে শিখন কার্যক্রম সমন্বয় করে প্রয়োজনীয় গাইডলাইন ও মূল্যায়ন পরিকল্পনা অধিদপ্তরগুলোতে পাঠানো হয়েছে। মূল্যায়নের জন্য ৫ নভেম্বরের আগেই শ্রেণি কার্যক্রম শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে এনসিটিবি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.